Wednesday, August 20, 2025

বিদ্রোহের স্লোগান

 বিদ্রোহের স্লোগান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

-------------------------------

জাগো জাগো ওরে ভাই,
স্বাধীনতার ডাক যে তাই!
বিদ্রোহ আজ জনতার গান,
বিজয় হবে মাতৃভূমি প্রাণ।

 

বিদ্রোহ! বিদ্রোহ! ধ্বনি তোল,
রক্ত ঝরে দাও আলো জ্বল।
বাঁচি মরি—একই শপথ,
বাংলা জাগে বিপ্লব রথ।

------------------------------------


No comments:

Post a Comment