প্রথম বিপ্লবই
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৫-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
এ নাটকের মঞ্চ না যেন হয় আগামীর পরাজয়,
সম্মুখে ভয়ঙ্কর
দৈত্য দানব দেখি রক্ত চক্ষুময় !
তোমার বন্ধুরা তোমাকেই গ্রাসিবে বহু- দীর্ঘতর,
মীরজাফরেরা শান্তির বুকে আসবে ধেয়ে অতঃপর।
এ বজ্র ধ্বনি,এ হুঙ্কার ,এ মিছিল, এ বিজয়ের গান,
মহা সমুদ্রের উত্তাল ঘূর্ণি ঝড়ে থেমে যাবে একদিন।
আজকের বিজয় উৎসব না যেন হয় মুনাফিকের ধ্বনি,
হিসাবে খাতা এখানো হয়নি শোধা, এখনো তুমি ঋণী।
অনেক প্রত্যাশার আলোকে তোমাকে মেনেছি বীর,
এ যেন না হয় শুধু নাটকের মঞ্চ প্রতিহিংসার তীর।
এখনো হয়নি দুর বৈষম্য, স্বৈরবাদ- ফ্যাসিবাদ-বাহুবাদ,
এখনো দেশদ্রোহীবাদ বিপ্লবের বিপ্লবীরা করছে চাষাবাদ।
এ যেন নাটকের মঞ্চে শিল্পীদের মুনাফিকি কারুকাজ,
এভাবে চলতে থাকলে পথ হারাবে বাংলাদেশ- হে রাজ।
এ নাটকের মঞ্চ না যেন হয় আগামীর অভিপাশ!
প্রথম বিপ্লবই মায়ের ভিত্তি,শুধু বাকী মুক্তির নিঃশ্বাস!!
----------------------------------------------------
No comments:
Post a Comment