Saturday, August 16, 2025

নেতা এখন চুপসে বসে

 

নেতা এখন চুপসে বসে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

জাতি এখন পুড়ছে খড়ায়,দুলছে সিংহাসন,

চোর- চুট্টা -মদমায়েশে মারছে হেছকা টান।

 

নেতা এখন চুপসে বসে ভূঁই তারকা প্রাণ,

দখলবাজি- চাঁদাবাজি  নিত্য দিনের ধ্যান।

আতঙ্ক ভয় প্রাণে প্রাণে স্বাধীন মায়ের তর,

নেতা এখন চুপসে বসে দেশদ্রোহীদের স্বর।

 

সত্যটা আজ সত্য নেই নেতার মুখে ভাষা,

অসভ্য -গালি -গালাজ মাদক দ্রব্যের নিশা।

লক্ষ শহীদের রক্তে ভরা নদী -নালা -বিল

নেতা এখন চুপসে বসে ডাকছে শকুন- চিল।

 

স্বাধীন বুকে পরাধীনতা ব্যদনার অযূত নীল,

নেতা এখন চুপসে বসে হাসে খিল খিল!!

উদাস দুপুর বঙ্গ বুকে আলো যায় যায়,

ফ্যাসিবাদের তন্ত্র মন্ত্রের ঘুমুর পরা পায়।

 

নেতা এখন চুপসে বসে ছুড়ছে তীর বুকে-

স্বাধীনতার মঞ্চে মঞ্চে  দেশদ্রোহীদের ডেকে।

মীরজাফর নেতা হল নেতার শুন্যতায়,

চাই চাই -নেতা চাই- নব মুক্তির আশায়।

---------------------------------------------

 

 

No comments:

Post a Comment