Friday, August 15, 2025

কৃতজ্ঞতার সংকটে

 

কৃতজ্ঞতার সংকটে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৫-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

কৃতজ্ঞতার সংকটে এ জাতি সে কথা জানালাম,

মানুষরূপী তবু মানুষ হতে পারেনি এ ধরাধাম।

 

বুঝে না তো কেউ মানবিক পৃথিবী উঠেছে কেঁপে,

দিকে দিকে অকৃতজ্ঞতা কৃতজ্ঞতার টুটি ধরেছে চেপে।

তবু মানুষের হুশ আসে না ফিরে ধ্বংসের আগে,

মানুষ যে কতটা অমানবিক অসভ্য রাগ-অনুরাগে!

 

মত পথ আদর্শের মঞ্চে কত যে মিথ্যার দায়ভাগী,

এ স্বাধীন জাতি কভূ বুঝেনা ঘৃণার কামান দাগি!!

মীরজাফরে রক্ত এখনো রন্ধে রন্ধে- হে মা স্বাক্ষী তুমি,

রক্ত দিয়েছে শহীদ তবু ঘাতকেরা স্বাধীন স্বদেশভূমি।

 

মুক্তিযুদ্ধের সুরধ্বনি শুনলেই কানে দেয় হাত চাপা,

স্বদেশে থাকলেই কি আসল নকল যায় মাপা?

এখনো দেশদ্রোহী মন! কেউ তারে করে না মানা,

স্বদেশের বুকে বসেই সে তুলে আজ বিষাক্ত ফণা!!

 

কৃতজ্ঞতার সংকটে এ জাতি দেহ প্রাণের কোলাহলে,

আপন কৃষ্টি কালচারকে করেছে মৃত প্রায় দাবানলে।

স্বাধীনতার আকাশে ঘনকুঁয়াশা কুৎসার জঞ্জাল,

এ জাতিকে নিয়েছে দ্বন্দ্ব সংঘাতে যুদ্ধের উত্তাল।

 

ওরে, দেশপ্রেমিকের ছিল না কোন অমরত্বের লোভ,

মৃ্ত্যুঞ্জয়ী প্রাণ!তবু তাদের বিরুদ্ধেই তোদের বিক্ষোভ।

----------------------------------------------------


 

No comments:

Post a Comment