Friday, August 29, 2025

ওরে বিপ্লবী

 ওরে বিপ্লবী

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওরে, প্রকৃত বিপ্লবী কভূ কাঁদে না বিপ্লবে যেয়ে,
জয়ধ্বনিতে বিজয়ের মহাকাব্য লিখে সে নির্ভয়ে!
জাগো অগ্নি–বীর, ভাঙো শত্রুর শৃঙ্খল শপথে,
অন্ধকার যতই ঘিরুক, আলো ফুটাও রক্তস্রোতে।

যত ষড়যন্ত্র কালো–তন্ত্র, বাঁধে ভীতি আঁধারে,
বিপ্লবী প্রাণ তবু দীপ্ত, সাহস জ্বলে অগ্নি–ধারে।
স্বদেশপ্রেমী অগ্নি–যোদ্ধা, মৃত্যুকেও হাসে,
তাদের পদধ্বনি শুনে, লোভের শৃঙ্খল ভাসে।

মীরজাফরী কালো–শক্তি, ডুববে রক্ত–স্রোতে,
নবীন প্রাণের অগ্নি–ঝড়ে, ধ্বসবে লুপ্ত–শোকে।
বিপ্লব মানে আত্মোৎসর্গ, নয় কখনো আপোষ,
মুক্তির শপথ জ্বলে বুকে, বীরের বাজে রোষ।

যদি জাগে জনতার স্রোত, মানে না কোনো জাল,
ওরে বিপ্লবী, বিজয়ের গান, অমলিন চিরকাল।
--------------------------------------------

No comments:

Post a Comment