শত্রুর দুর্গ ভেঙে ফেলো
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
বলবো আমি সত্য আজি, ধরেছে তোদের সর্বনাশ,
পথ হারিয়ে ঘুরছিস তোরা অসুর–মন্ত্রের ঘোর ত্রাস।
শৃঙ্খল যত আঁকড়ে ধরে, ভাঙো ওরে বজ্র হাতে,
অগ্নি–শপথ নাও সকলে, দাও প্রতিঘাত রণরাতে।
মায়ের বুকের রক্ত–অশ্রু কাঁপে আজি ঝড়ের বায়ে,
চুপ করে কি থাকবি তবে, শত্রু যখন ধেয়ে আয়?
তলোয়ারের ঝলক ছুঁড়ে আগুন জ্বালো শত্রু–দ্বারে,
বীরের বুকে মৃত্যি–শপথ বাজুক আজি ধ্বনি–ঝড়ে।
ভাঙো দুর্দমনীয় বাঁধন, জ্বালো অগ্নি শিকল–খাঁচে,
মুক্তি ছাড়া পথ যে নাই, রক্ত দিয়েই জয় আঁচে।
শত্রু যতই বাঁধুক শৃঙ্খল, ভাঙো হে অগ্নি–বীর,
নয়নে ধ্রুব জ্যোতি জ্বালো, করো শত্রুর অবনীর।
শত্রুর দুর্গ ভেঙে ফেলো, অগ্নি–প্রবাহে ভেসে যাক,
জাগো হে তরুণ অগ্নি–বীর, শত্রু–কাফেলা ছিন্ন হোক।
-------------------------------------------------------
No comments:
Post a Comment