অপমান করলে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
এ বিপ্লব যদি
করে
আরেক
বিপ্লবকে অপমান,
ইতিহাসে সে
বিপ্লব
হবে কেবেই লজ্জার–গান।
মানুষের তরে
জ্বালায় শিখা
যদি
নিভে
আঁধারে,
অহংকারে সে
বিপ্লব
ডুবে
মরে
অন্ধকারে।
মায়ের
বুকের
রক্তধারা শপথ
দেয়
যে
দীপ্ত
আলো,
যে
তা
ভুলে,
সে
পতনের
অতলে
হয়
দগ্ধ
কালো।
শহীদদের অগ্নিশপথ মুছে
যায়
না
কভু
কখনো,
অপমান
করলে
প্রতিশোধ জ্বলে
উঠে
রুদ্র
ধনু।
বিপ্লব
মানে
শৃঙ্খল
ভাঙা,
নয়
কখনো
বিভাজন,
মানবের
তরে
মুক্তির শপথই
হোক
চিরউদয়ন।
যে
বিপ্লব
লুটে
নেয়
সাথীর
জয়–গাথাখানি,
সে
বিপ্লব
ইতিহাসে কলঙ্ক
হয় সকলেই জানি।
তাই
জাগো
হে
সত্যসৈনিক, মিলাও
শক্তি
একত্রে,
ঐক্যেরই অগ্নিশপথ নাও
হে
সকল
ভ্রাতৃত্রে।
মিথ্যা
দম্ভে
ভেঙো
না
ওরে
সহযোদ্ধার প্রাণ,
ঐক্যের
দীপ্ত
শিখাতেই জ্বলে
বিপ্লবের গান।
No comments:
Post a Comment