আজ বিপদে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
উচ্চ কণ্ঠে বল’রে তোরা সত্যই
মহিয়ান,
মিথ্যা নহে মুক্তির ভেলা
বিপ্লবের উদ্যান।
সত্য তোরা বিপ্লবী প্রাণ চালা’রে
অভিযান
কল্লা ধরে হ্যাচকা টানে ভাঙ্গ’রে
গর্দান!
রক্তে বানে ভাসায়ে ভেলা যা’রে
উজান,
তুল’রে তোরা মুক্তিযুদ্ধের বিপ্লবী
শ্লোগান।
চারিদিকে আজ দেশদ্রোহীরা বুঁনছে
ষড়জাল,
চুপটি করে থাকবি বসে জাতির বিপদ
কাল?
আজ বিপদে জাগরে তোরা শহর- গঞ্জ -গায়,
ডাকছে ওই চেতনার যুদ্ধ আয়রে তোরা
আয়।
আয় বেড়িয়ে বুক উঁচিয়ে একাত্তরের
তান,
তুল’রে তোরা ঝড় হাওয়া তীব্র
বেগবান !
স্বাধীন বুকে ঘাঁপটি মেরে
মুনাফিকেরা সব,
যুদ্ধে পাওয়া নিশান লুটে নোংরা
কলরব।
ওরে বাঙালি ওরে বাংলাদেশী ওরে
বীরের দল,
আজ বিপদে জাগ’রে তোরা লাল-
সবুজের তল।
ওরে,মুক্তিযুদ্ধের বাংলাদেশ চল’রে
আগে চল,
তোর বুকে’তে বিজয় নিশান বলে’রে আজ
বল।
-----------------------------------------
No comments:
Post a Comment