আলো দাও
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, ভোরের আলো দাও অন্তরে,
অন্ধকারে লুকানো দুঃখ হোক দূরে।
শত্রুর চক্রান্ত ভেঙে যাক আলোর ছায়ায়,
অন্তরের দীপ জ্বলে সত্য ছড়াক জগায়।
রহস্যময় যাদু ক্ষতিকর ছায়া হোক দূরে,
হৃদয়ে শান্তি থাকুক, ভয় যেন না আসে।
দুষ্ট চক্ষু ও হিংসার প্রভাব দূরে থাক,
আশার বাতাস ভরে দাও অন্তর ভাবনা।
ভয় ও সন্দেহ হোক মুক্তি প্রভুর দানে,
আলোর স্রোতে ভরে উঠুক অন্তর ধ্যান।
জীবন হোক নিরাপদ, হৃদয় হোক শুদ্ধ,
দুষ্ট প্রভাব থেকে রক্ষা করো প্রভুর হাত।
সুখময় আশ্রয় হোক সব প্রানপ্রিয়দের,
প্রভু, তোমার আলো ছড়াক চিরন্তন দুনিয়ায়।
No comments:
Post a Comment