Saturday, August 30, 2025

ধর্মের দীপশিখা

 ধর্মের দীপশিখা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ধর্মরে অন্তরে যপে চল হে মুমিন নশ্বরে,
জান্নাতের ফরমান পাবে তুমি অবিনশ্বরে।
প্রার্থনায় ভরে অন্তর, শুদ্ধি করিও অবিরতরে,
সত্য পথে চলিও, তবেই হবে মুক্তির দরশরে।

মিথ্যার বন্ধন ভাঙিও, ন্যায়ের দীপ জ্বলে ভাসরে,
শুদ্ধ অন্তরে আলোর দ্যুতি ছড়াও চিরন্তরে।
ধর্ম পথে অটল থাকিও, ভয় হোক তুচ্ছরে,
শত্রু নাশ হইবে, শান্তি মেলে হৃদয় পূর্ণরে।

প্রেমের চেতনায় ভরে হে মুমিন, করিও অঙ্গীকার,
পাপমুক্তি হবে তোমার ধৈর্যে, হবে অনন্তসাথি প্রান্তর।
ধৈর্য্যে সঞ্চারে আসে প্রভুর অনুগ্রহ নিত্যরে,
সত্য, ন্যায়, প্রেম হোক জীবনভর সঙ্গী চিরন্তরে।

চিন্তা মুক্ত হোক, ভ্রান্তি দূরে হোক অনবরতরে,
প্রভুর অনুগ্রহে মিলে শান্তি হোক সত্যধরে।
হে মুমিন, যপে চল, রখিও অন্তরে বিশ্বাসরে,
জান্নাতের ফরমান মেলে সত্যপথে চিরস্থায়ীরে।
-------------------------------------------------

No comments:

Post a Comment