Tuesday, August 26, 2025

সভ্যতা কি ব্যর্থ্ ?

 সভ্যতা কি ব্যর্থ্ ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বন্ধু, আজকে দোলুল্যমান সভ্যতার পৃথ্বী,
অসভ্যতার সূত্র যেন স্থাপন করেছে ভিত্তি।
জাহেলী যুগের তন্ত্র মন্ত্র করেছে তারা সাধন,
বন্ধু, আজকে পৃথিবীতে কালো শক্তির তুফান!

দিকে দিকে বিদ্যুৎবেগে অশুভরা সংঘব্দ্ধ,
চরিত্রের রন্ধে রন্ধে কালো ছায়া উঠছে সদ্য।
বন্ধু, তুমি শুনেছো কি রক্ত চক্ষুদের গান?
সুঠাম শরীরের ভাষা কতটা ভয়ঙ্কর বুক টান!

আজকে সভত্যার সামনে নিরুচ্চারিত প্রশ্ন,
কোন দিকে যাচ্ছে কৃষ্টি কালচার অনুসন্ধানশ্ন।
দিকে দিকে কালো শক্তিদের ক্রমশ উম্মদনা,
সভত্যার চক্ষু কি তা দেখে না অশুভ আস্তানা?

বন্ধু, সভ্যতা কি ব্যর্থ্,শুরু করো দিনগোনা,
আসন্ন দিনে সংস্কৃতি যুদ্ধের বিপুল সম্ভাবনা।
দিকে দিকে উদ্‌যাপন করছে গোধূলী লগ্ন,
আর তুমি জাহেলী যুগের তপস্যাতেই মগ্ন।
------------------------------------------

No comments:

Post a Comment