Saturday, August 30, 2025

নেতার ছায়া

 নেতার ছায়া

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ঘুঁটিবাজ, চাঁন্দাবাজ, ধান্দবাজা—আজিকার পুঁছকে নেতা,
পদ-পদবীর জোরে ঠিক করে দেয় শাসনরীতি বীথা।
শত্রুর হাসি লুকিয়ে থাকে অন্ধকারের কোণে,
সত্যকে দমন করে তারা, ভাঙে জাতির স্বপ্ন-তোরণে।

রক্তে লেখা ইতিহাসে আজো শপথ নেবে বীরেরা,
অন্ধকারের শক্তি ভেঙে ছড়াবে মুক্তির দীপেরা।
জাগো হে তরুণেরা, দাও আলো ঊষার প্রভাতে,
ভয়কে সরিয়ে দাও দূরে, ছড়াও সত্যের ডাক ধরাতে।

প্রাণের তাপে জ্বালাও অগ্নি, লড়াই করো নিরন্তর,
শত্রুর সব শৃঙ্খল ভাঙো, জয় করো শক্তির অন্তর।
কালো শক্তি যতই দানা বাঁধুক ছায়ার জালে,
সত্যের তরে দাঁড়াও হেঁটে, দাও শত্রুকে চিরকালে।

অগ্নি শপথ নাও সবাই, রণক্ষেত্রে করো প্রস্তুতি,
মুক্তির পতাকা উড়াও, ছড়িয়ে দাও বিজয়ধ্বনি।
যে নেতা পদপদবীর জোরে দখল করে জাতির আশা,
তার অন্ধকার ভেঙে দাও, জাগুক নতুন ভোরের ভাষা।
------------------------------------------------------------------

No comments:

Post a Comment