Saturday, August 16, 2025

কোন দিকে যাচ্ছে

 

কোন দিকে যাচ্ছে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

স্বদেশ কোন দিকে যাচ্ছে বলো রে বলো -হে বীর,

দেশপ্রেমিক সিংহ জাগ রে জাগো আরেকবার।

 

প্রতিবাদী সত্য মানব জাগো রে উদ্দাম ভয় হারা,

বলো রে বলো সত্য মুক্তির মন্ত্র স্বদেশের পথহারা।

লক্ষ যাদের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ কেড়ে নেবার-

ওরাই আঘাত হানে ভিত্তিমূলে রক্ত চুক্ষে বারবার।

 

স্বদেশ কোন দিকে যাচ্ছে বলো রে বলো -হে বীর,

এখনো গুপ্তচর আঠারো কোটি জনতার গভীর

ঘাঁপটি মেরে আছে শৃঙ্খল গলে দিয়েছে মার,

স্বাধীনতা হুমকির মুখে হে দেশপ্রেমিক কর্ণধার।

 

বিপ্লবে বিপ্লবে মুক্তি চেয়েছি তবু পরাধীনতায়,

স্বদেশ কোন দিকে যাচ্ছে বলো রে বলো সত্যতায়।

বলেছিলে মুক্তি দিবে মুক্তি কোথায়?

বলেছিলে স্বৈরতন্ত্র ফ্যাসিষ্টবাদ দেখবো না মাতৃকায়।

 

বলো’রে বলো কাঙ্খিত পরিবর্তন কোথায় ?

এখনো দুর্ণীতি চাঁদাবাজি হত্যা রাহাজানি উদ্রতায়।

মবতন্ত্রের ভয় আতঙ্ক জাতিরে করেছে সর্বনাশ!

তারুণ্যেরা হারিয়েছে পথ,মাদকের হয়েছে দাস।

 

বিভক্তির ঘনঘটা আর কত চলবে উৎসব দীপ!

মুনাফিক মীরজাফরেরা জ্বালাচ্ছে ঘাতকের প্রদীপ।

স্বদেশ কোন দিকে যাচ্ছে বলো রে বলো -হে বীর,

আজ যেন সব গেল  মা নব ফ্যাসিবাদের হুঙ্কার।

------------------------------------------------

No comments:

Post a Comment