ট্যাগের খেলা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
স্বাধীন বাংলার যাত্রী পথিক, জাগরে বীর-বরণ,
উচ্চকণ্ঠে বল হে তোরা—‘সাম্যই মহীয়ান’।
চারিদিকে আজ ট্যাগের খেলা তোলে ঝড়-তুফান,
ভাঙে বন্ধন, ভাঙে প্রীতি—মাতৃকার উদ্যান।
দেশদ্রোহী মিলে মিশে খেলে বিভেদের খেলা,
দেখে সকলে, বলে না কেউ—এ যে যুদ্ধ ভেলা।
ভাটির স্রোতে ভাসে যে ভেলা, পাইব কি আর উজান?
ফ্যাসিবাদের ঘূর্ণিঝড়ে মরে জাতির প্রাণ।
দ্বন্দ্ব-বিবাদের নহে তো সময়, আয় তোরা আয়
কিসের ট্যাগ, কিসের বিভেদ স্বাধীন বাংলায়?
আমরা সকল একই মায়ের,চলো ঐক্য ধরে,
রক্তে পাওয়া সোনার-বাংলা গাও মধুর স্বরে।
ট্যাগের খেলা নিষ্ঠুর অধ্যায়, আত্মঘাতী কলি,
আজ নয়, কাল নিভে যাবে জাতির সম্প্রীতিগুলি।
ঐক্য-পথের যাত্রী পথিক, ভাঙো ট্যাগের জাল,
নইলে ধেয়ে আসবেই শত্রু স্বাধীন বাংলার তল।
------------------------------------------------
No comments:
Post a Comment