কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৯-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
স্বাধীনতার পরেও পরাধীনতার শৃঙ্খল চতুর্দিক!
কণ্ঠ অবরুদ্ধ, স্তব্দ অধিকার,ঘটনা প্রবাহ মর্মান্তিক!
দিকে দিকে বিশ্বাস ঘাতকের মৃত্যতাড়িত খেলা,
তবু যেন ঘুম ভাঙেনা এ জাতির নিরন্তর অবহেলা।
শহীদের রক্ত লাল মুছে দিতে চায় দেশদ্রোহী দোসর,
সম্ভ্রমহারা মায়ের অশ্রুজল আজ যেন ধুঁধূঁ বালুচর।
এত প্রাণ হারা, এত কঙ্কাল এত ত্যাগের উপমা,
এ জাতির মতো আর কেউ দেয়নি যুদ্ধের দামামা।
স্বাধীনতার পরেও আজ যথন দেখি মুক্তির শুন্যতা
অবাক হই! অন্তরে দানা বাঁধে আরেক যুদ্ধের ব্যাকুলতা।
দুলে ওঠে বিপ্লবী প্রাণ শপথমুখর,
এবার যদি শুরু বিপ্লব- এ হবে ভয়ঙ্কর!!
স্বাধীনতার পরেও দেশপ্রেমিকের শুন্যতায় হারিয়েছি মুক্তিরদূত,
জলে- স্থলে আঁধার বেষ্টিয়া মরন কামড় দিয়েছে ঘাতকের বিদ্যুৎ।
অসাধু নেতৃত্বের পরিহাসে জাতি হারিয়েছে মূলমন্ত্র,
এখন দিকে দিকে স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ-ভয়তন্ত্র-মবতন্ত্র।
স্বাধীনতার পরেও হীনমন্যতা, স্বীকৃতির দৈন্যতা একত্রীভূত,
এ জাতিকে করেছে বিভক্তি লাল সবুজের চিত্রে অবিরত।
আজ ব্যর্থতার অভিমুখে মুক্তিযুদ্ধের সঞ্চিত স্বপ্নেরা,
এক অজানা ভয় দ্রুত মুকুলিত স্বাধীনতার কাননে ঘেরা।
--------------------------------------------------------
No comments:
Post a Comment