Saturday, August 30, 2025

ফুটন্ত লাভা

 

ফুটন্ত লাভা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ৩০-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************

জাতির বুকেবুকে এখন পুঞ্জীভূত ফুটন্ত লাভা,
আগ্নেয়গিরির মতো দাউ দাউ জ্বলে রঙিন শোভা।
অন্ধকারে শত্রুর ছায়া যতই হোক গভীর,
বীরত্বের দীপ জ্বলে ওঠে অন্তরে অমলীর।

পদপদে রক্তঝরা মাঠ, তবু মন উড়ে স্বাধীনতার দিশায়,
দূর্গ ভাঙে বীরত্বের ঝলকে, জাগে আশা সঠিক ভাষায়।
অশ্রু মিশে আগুনে, প্রতিটি শ্বাসে বিদ্রোহের সাড়া,
বীরেরা প্রতিজ্ঞা করে—“নীরব থাকব না, দেবো শত্রুরে তাড়া।

উচ্চারণে বাজে বীরের ডাক, শোনে প্রতিবাদীর কণ্ঠধ্বনি,
জাতির চেতনায় জাগে শিখা, উড়ে ওঠে অগ্নির যামিনী।
ফুটুক বুকেবুকে অগ্নি, হোক অমল ধ্রুবতারা,
প্রাণে জ্বলে নতুন সূর্য, নতুন সকাল ভরা ভরা।

বিপ্লবের তরে জাতি একসাথে জাগে অনন্ত পথে,
বাঁধা না থাকে কভূ দুঃস্বপ্নের বনে- মুক্তির শপথে।

 

------------------------------------------------

 

 

No comments:

Post a Comment