Tuesday, August 12, 2025

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

শুনেছ, জনতার দেশ আজ জনতার হাতে নাই!

গিরগিটি পাকড়[ও করেছে দিকে দিকে ভাই।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো সব এসো সব,

বল বল বিপ্লব বিপ্লব এবার হবে বিপ্লব উদ্দাম কলরব।

এমন ক্ষোভে জনতাকে পূর্বে দেখেনি কেউ,

আজ তারা দৃঢ়চিত্তে নিয়েছে শপথ উত্তাল ঢেউ।

 

দেখ দেখ বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ ধর্ম্ঘট,

এবার বিপ্লবীর রক্তে রক্তে আঁকা হবে প্রচ্ছদপট।

কোন ডর ভয় রক্তে চুক্ষে দমবে না জাতি আর,

বিজয় শুধু বিজয় এ যুদ্ধের অঙ্গিকার।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ সবেগে সমুদ্যত,

এবার প্রত্যহ গিরগিটির দল হবে ঘৃণিত পদানত।

জেগেছে এ জাতি জেগেছে রক্তে রক্তে কবিতা লিখে,

বিদ্রোহ আজ বিদ্রোহ! জনতার বিপ্লব চারিদিকে।

 

জানি এ জাতি স্বাধীন মাতৃকার পক্ষে-আমিও আছি,

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো হে মরি- বাঁচি।

---------------------------------------------

 

No comments:

Post a Comment