Thursday, August 28, 2025

মুক্তির চির আশ্রয়

মুক্তির চির আশ্রয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে মানব, নীতি নৈতিকতা আদর্শ্ মুক্তির চির আশ্রয়-
যদিও ওত পেতে রয় কালো শক্তি ভুত প্রেত সমুদয়।
ওহে যুদ্ধ বিগ্রহ ছাড়া কেউ পারেনি মুক্তির ঘর ভরি,
শুধু জাগাতে হবে অন্তর আলো চির সত্যের পথ ধরি।

এখন জগতের যে দৃশ্য! এ যে মানব সভ্যতার অপমান,
তবু মানুষ মুক্তি’রে খোঁজে তবু কেঁদে উঠে অশান্ত পরান।
শুধু মুক্তি চাই, শুধু মুক্তি চাই এই চিৎকারে মানব প্রাণ,
মুক্তি আপনারে ঘরে নিভৃতে কাঁদে শিকল গাঁথা মর্মবাণ।

মানুষই নিজ হাতে করিছে সৃষ্টি মানুষের স্বর্গ্-নরক,
নির্বোধে ভুলিছে কালো শক্তি পূজিবারে রক্ত ঝরক!
দিকে দিকে অশুভ মানব আত্মারে গ্রাসিয়াছে শৃঙ্খল,
চিত্তের প্রদীপে নেই আলোকের রশ্মি দৃঢ় চেতা অবিচল।

হে মানব, ধরনীর মোহে তুমি হারিয়েছো সত্যের দিশা,
সত্যে যদি না এসো ফিরে সম্মুখে দেখিবে আঁধার নিশা।
ক্রমে ক্রমে মুক্তিরে গ্রাসিয়াছে মানব সভ্যতার দৈন্যতা,
মুক্তির চির আশ্রয় আজো খুঁজে ফেরে সত্যের প্রণেতা।

স্বর্গ–নরক তোমার হাতে, ভুল পথে যেও না আর,
হে মানব, সভ্যতার পতাকা উড়াও দৃঢ় দীপ্ত অঙ্গীকার।
ক্রমে ক্রমে মুক্তিরে গ্রাসিয়াছে মানব সভ্যতার দৈন্যতা,
মুক্তির চির আশ্রয় খোঁজেছে মানুষ দুঃখ–অসীম ব্যথা।
---------------------------------------


No comments:

Post a Comment