বিজয়ের ডাক উঠুক
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
এক অসভ্যতার চূড়ে উঠেছে জাতি মৃত্যুর ডাকে,
তাকে দমানোর যেন কেউ নেই স্বাধীন ভূ-লোকে।
অন্ধকারের নীল ছায়ায় গোপন শত্রুর জাল,
প্রান্তর ভরে থরে থরে দমনকারীর কাল।
হৃদয় জ্বলছে অগ্নিতে, রক্তে লেখা প্রত্যয়,
মুক্তির জন্য লড়াই চলবে, ছেদ হবে না ভয়।
উঠো হে তরুণ, ভাঙো শৃঙ্খল রণমঞ্চে,
দাও প্রতিঘাত শত্রুকে, জ্বলো অগ্নি–মঞ্চে।
মাটির কণায় কণায় ফোটুক বিদ্রোহের শিখা,
বিজয়ের ডাক উঠুক দূরদূরান্তে মানবহৃদয় ধিক্কা।
শত্রু যত নির্মম, যত নিঃসঙ্গ, যত ঘাতক,
বীরের রক্তে লেখা হবে প্রতিঘাত অমলিন তাজক।
এক অসভ্যতার চূড়ান্ত অগ্নিকুন্ডে ঝাঁপ দাও,
মৃত্যুর ডাকে বলো, “আমিই তোমার পরাজয়।”
অন্ধকার যত ঘিরে রাখুক বিপ্লবের স্রোত,
আলোর স্রোতে ভেসে আসুক স্বাধীনতার দূত।
উঠো, হে বীরেরা, দাও শত্রুকে চরম প্রহর,
বিজয়ের পতাকা উড়িয়ে দাও ইতিহাসের কণ্ঠে অমর।
-------------------------------------------------------
No comments:
Post a Comment