Friday, August 22, 2025

ভিত্তি তোদের একাত্তর

 ভিত্তি তোদের একাত্তর

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
আজ জেগেছে বীর বাঙালি, বাঁধ ভাঙা কল্লোলে,
কইরে তোরা আয় সবে স্বাধীনতার হিল্লোলে।

হাসরে তোরা দুঃখ ভুলে জাতি গড়ার উল্লাসে,
মুক্তি এলো শত্রু হেনে, রিক্ত বুকে সুখ হাসে।

তবু তোদের জাগতে হবে ধুমকেতু আর উল্কাতে,
দেশদ্রোহীরা ওত পেতে ওই মুক্তিযুদ্ধ উল্টাতে।

চায় না ওরা স্বাধীনতা, দেশদ্রোহী ওই মীরজাফর,
শুনরে জাতি, শুনরে সবে—ভিত্তি তোদের একাত্তর।

এই বিপ্লবে জাগতে হবে লাল-সবুজের উচ্ছ্বাসে,
শহীদ-রক্ত ডাকছে তোদের স্বাধীন মায়ের চারপাশে।

ভয় কি ওরে বীর বাঙালি, মৃত্যুঞ্জয় প্রাণ তোদের!
রুখতে হবে শত্রু তোদের ঊষা, সন্ধ্যা, ভরদুপুর।

আজ জেগেছে বীর বাঙালি ছন্দ-তালের মাতালে,
কইরে তোরা আয় সবাই বীর-যোদ্ধাদের আদলে।

রুখতে হবে, রুখে দে ফ্যাসিবাদ আর স্বৈরাচার,
যুদ্ধে পাওয়া স্বাধীনতা বীর বাঙালির অহঙ্কার।

থাকিস না আর চুপটি বসে দেশদ্রোহীর হুঙ্কার,
ভিত্তি তোদের মুক্তিযুদ্ধ, লক্ষ শহীদের একাত্তর।
-------------------------------------------------


No comments:

Post a Comment