Saturday, August 16, 2025

এ চেতনা

 

এ চেতনা

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

এ চেতনা নহে কোন পরাজয়ের অশ্রুজল,

এ চেতনা যুদ্ধের দামামা দুরন্ত দুর্বার মনোবল।

 

এ চেতনা মুক্তিযুদ্ধের উত্তাল জোয়ার কলকল,

লক্ষ শহীদের রক্ত বান দুর্জয় চঞ্চল!

কে আছে রুখে তারে দূর্গে দূর্গে বাঁধাহীন?

এ চেতনা মৃত্যুঞ্জয়ী অকোতভয় সঞ্চারী প্রাণ।

 

এ চেতনা পাগলা অশ্বের মত দুরন্ত ঝরঝর,

এ চেতনা হারানে না কভূ মহা যুদ্ধের প্রান্তর।

এ চেতনা মুক্তিযোদ্ধার শক্তি বল অটল মহীধর,

শহীদের রক্ত বিন্দু,সম্ভ্রম হারা মায়ের চিৎকার!

 

এ চেতনা এক দৃঢ় শপথ,মুক্তির অঙ্গিকার,

তুমুল ঘূর্ণি ঝড় তীব্র প্রলয় বজ্র হুঙ্কার !

এ চেতনা এক অনুভূতি লাল সবুজের গান,

কোন দোসর পারবে না টলাতে বিজয় নিশান।

 

এ চেতনা ঝঞ্ঝার মত উদ্দাম অবিনাশী সুর,

যোদ্ধার মত দৃঢ় প্রত্যয়ী আসন্ন যুদ্ধের সমর।

--------------------------------------------

 

No comments:

Post a Comment