Friday, August 29, 2025

চেতনা বিরোধী বিপ্লব

 চেতনা বিরোধী বিপ্লব

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
দেশ চেতনা বিরোধী বিপ্লব কভূ দেয় না মুক্তি,
সে এক মীরজাফরী চেতনা অশুভ কালো- শক্তি।
অন্তরে ঘুমিছে যারা নিস্তব্ধ ভয় ভীতি,
তারা শৃঙ্খল ভাঙিবে না, হারায় চিরযুতী।

রক্তের অক্ষরে লেখা আছে মুক্তির বার্তা,
বিপ্লবী হৃদয়ে জাগে অদম্য ব্যর্থতার যাত্রা।
জাগো হে প্রজা, তুলো হে হাতের তরবারি,
দেশদ্রোহী শক্তি ভাঙে স্বাধীনতার ধারাবাহি।

অশুভ শক্তির মুখে দাঁড়ায়ে ভয় না মানা,
তারই নামে জ্বলে উত্তরণ, জাগ্রত প্রখর ভাবনা।
প্রতিজ্ঞা করো, মিথ্যা আর অন্যায়ের আগ্রাসে,
বিপ্লবের আগুনে পুড়ে যাক সকল ভীতির তাসে।

নেতা হবে যদি সত্যি, রক্তে ভেজা মাটি,
তার পথে দেখাবে যত ত্যাগ, যত ব্যথা অতি।
জাগো হে স্বদেশপ্রেমী, দাও অশুভের বিদায়,
বিপ্লবী চেতনায় জ্বলে ওঠুক দিগন্তরায়।
--------------------------------------------

No comments:

Post a Comment