Friday, August 29, 2025

অগ্নিশপথ

 অগ্নিশপথ

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
কেমন করে হলি নত বীর বাঙালি বলরে আজ,
কল্লা ধরে টানছে মা’রে, তবু কি হয় না লাজ?
রক্ত ঝরায় শত্রুরা ওই, তবু কেন নীরব দাস,
জাগরে তোরা অগ্নি–বীর, কর’রে ওদের সর্বনাশ।

শত্রু যত বেঁধে রেখে রণ–দুর্গের বক্ষে আজ,
হানরে আঘাত বজ্রনাদে, কর’রে সেথা রণকাজ।
অশ্রু ভেজা মায়ের চোখে রক্তিম সে হাহাকার,
সন্তান তোরা ঘুমিয়ে কেন? জাগরে আজি মহাবীর!

অগ্নিশপথ নে’রে সবাই, মুক্তি ছাড়া নাইকো গতি,
বিপ্লব ছাড়া নাইরে উপায়, রক্ত ছাড়া স্বাধীন মতি।
গুঁড়িয়ে দে জুলুম–বাঁধন, ভাঙরে আজি দাসের শৃঙ্খল,
কর’রে তুচ্ছ মৃত্যুভয়, জ্বালো আগুন জাগরে বিহ্বল।

বীর বাঙালি জাগরে আজ, মুক্তির এ মহাঘোষ,
রক্ত ঝরায় লিখে রাখিস—বিপ্লবই চূড়ান্ত ঘোষ।
শৃঙ্খল যত আঁকড়ে ধরিস, ভাঙিস ওদের বজ্র হাতে,
অগ্নিশপথ নে সকলে, দে’রে প্রতিঘাত রণরাতে।
----------------------------------------------


No comments:

Post a Comment