আগামীর প্রতিশোধ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
আজকের আপমান আজ মুছে যাবে নীরবে,
আগামীর প্রতিশোধ জাগবে অগ্নি বজ্র হুঙ্কারে।
মাথা নত করো না, ত্রাসে থাকিও না দাস,
অভিমানী অন্তরে জ্বলে প্রতিরোধের বাস।
হৃদয় ভাঙিলেও ভুলে যেও না শত্রুর কথা,
মুক্তির অগ্নিতে দগ্ধ হবে তাদের অস্তিত্ব গাঁথা।
নীরব চাপে জমে রাগের রণপ্রস্তুতি আজ,
প্রত্যেক পদে জাগে শত্রুর ভয় ও বিভ্রান্তি তাজ।
প্রতিটি অবজ্ঞা আজ হয় প্রেরণার চাবি,
আগামী দিনের লড়াইয়ে হবে বিজয়ের কবি।
যত ঘাটতি ছিল ধীরে ধীরে পূর্ণ হবে শত্রুতে,
অস্তিত্বের বিজলে ভেসে যাবে তাদের মুখেতে।
আজকের আপমান, নেশা হয়ে প্রতিশোধের ছন্দ,
আগামীর আলো জ্বালাবে সত্যের দ্বন্দ্ব।
-------------------------------------------------
No comments:
Post a Comment