Wednesday, August 6, 2025

এক শত্রু


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

স্বপ্নগুলো বিপন্ন আজ;যদিও দেশটা স্বাধীন,

এখনো দিকে দিকে দেশদ্রোহীদের আক্রমন।

 

শাসকের শোষন জুলুম অত্যাচার প্রত্যহ সঙ্গী

ঠিক যেন বুকের উপর চেপে বসা ভয়ঙ্কর জঙ্গী!

মসনদে বসে রক্তের আলপনা আঁকে বুকের উপর,

মুক্তির স্বপ্নগুলোকে নিয়ত ধ্বংস করে মীরজাফর।

 

তবুও স্বপ্ন বুঁনি তবুও স্বপ্ন দেখে ক্ষুধিত দিন মজুর,

জাতির সম্মুখে আজ এক শত্রু; মুনাফিক অন্তর।

কেউ যেন নির্ভর যোগ্য নয় নেতেৃত্বের সিংহাসন,

একই রঙে মুদ্রার এপিঠ- ওপিঠের দুরন্ত প্রহসন।

 

মুখে মুখে গণতন্ত্রের কথা শুনি দীপ্ত কণ্ঠ ধারায়,

কোথাও গণতন্ত্র দেখিনা,অধিকার দেখিনা জনতায়,

স্বার্থের মিলন মিলায় চোর ডাকাতের ‍দৃপ্ত ঘোষনা,

ক্ষমতা শুধু ক্ষমতা একমাত্র লক্ষ কামনা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; দুর্ণীতি, দুর্ণীতি,

স্বাধীনতা আজ নির্বাক দেশদ্রোহীদের দেশ প্রীতি।

এ দেশটা যেন এক বিশ্বাস ঘাতকের কারখানা,

এক বিষ্ময়কর জাতি!! নিজের মুক্তিটা অজানা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; স্বৈরাচার-ফ্যাসিবাদ,

গণতন্ত্র আজ নির্বাক; চৌদিকে মবতন্ত্রের চাষাবাদ।

স্বপ্নগুলো বিপন্ন আজ: বিক্ষুব্ধ যন্ত্রনা বুকে প্রতিদিন,

তবু জাতির কান্ডারী অন্ধ বধির রাজ্যের সিংহাসন।

------------------------------------------------

 

 


No comments:

Post a Comment