Sunday, August 31, 2025

অন্তরায়

 অন্তরায়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
------------------------------------------------
সুদ-ঘুষ যেন বিষবৃক্ষ, শোষে প্রাণ-রস,
দুর্নীতির কালো ধোঁয়ায় আচ্ছন্ন মাতৃকোষ।

গুম-হত্যা অন্ধকারে গিলে ফেলা রাত,
ন্যায়বিচার বন্দী হয়ে থাকে নিঃশ্বাসহাত।
হত্যা-শকুন ডানা মেলে রক্তলোলুপ হায়,
চাঁদাবাজি বিষের দংশন গলায় শিকল গায়।

ফ্যাসিবাদের দাবানল দাহে শান্তি-বন,
অমানিশার ছায়ায় ম্লান হয় মানব-ধ্বনন।
স্বাধীনতার সূর্য ঢাকা দুর্বিপাক-মেঘে,
ন্যায়-অগ্নি নিভে যায় অন্যায়ের বেগে।

অন্তরায় হয়ে ওঠে এ দুঃসহ অমানিশা,
বেদনায় ভাসে তখন সভ্যতার দিশা।
তবু আশা ফোটে ভোরের লাল আভায়,
ন্যায়ের বজ্রগর্জন ছিন্ন করুক অন্তরায়।
----------------------------------


No comments:

Post a Comment