বিপ্লবী যখন পথ হারায়
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------
যুগে যুগে জেগেছে বিপ্লবীরা মহাবিপ্লবে,
উল্কা ধূমকেতুর মতো ছুটেছে বিপুল উৎসবে।
তবু এ বিপ্লব কখনো হয় তিক্ত অভিশাপ,
কখনো মর্তে হাহাকার, পাপের ঘন সংলাপ।
কখনো বিপ্লব উড়ায় সর্বনাশের ঝান্ডা,
কখনো মানবতা গ্রাস করে বিষাক্ত ভান্ডা।
যুগে যুগে বিপ্লবীরা জেগেছে অগ্নিকেতন উড়ায়,
যুদ্ধে যুদ্ধে রক্তাক্ত হয়েছে, জীবন হারিয়ে হায়।
কিন্তু বিপ্লবী আজো জানে না এ কিসের বিপ্লব!
গুজব-হুজগের ঢেউয়ে হারিয়েছে চেতনাবল।
আজ দিকে দিকে সৃষ্টি ভুক্তভোগে অপঘাত,
মিথ্যে ছলনায় হারিয়েছে পথ সত্যের মহাবিপ্লব।
কিন্তু বিপ্লবী যখন পথ হারায় মীরজাফরের মন্ত্রে,
বিজয় হিংস্র হয়ে ওঠে স্বৈরাচার ফ্যাসিবাদ তন্ত্রে।
যে বিপ্লবে জনতা ছিল তির্যক্ গতি তূর্য বাজায়,
সেখানে ভয়তন্ত্র আঘাত হানে অরাজক চেতনায়।
অধিকার আদায়ে বিদ্রোহ করেছে সে নেচে নেচে,
মৃত্যুর মুখে থুথু দিয়ে বলেছে—এই মৃত্যুতে সুখ আছে।
কিন্তু বিপ্লবী যখন পথ হারায়, বিপ্লব মুছে যায় ত্রিভুবনে,
আরেক বিপ্লব সম্মুখে আসে নব মুক্তির আলাপনে।
যুগে যুগে বিপ্লবীরা জেগেছে মহাবিপ্লবের সমর,
বিপ্লবে মুনাফেকি থাকলে অপমানিত হয় নশ্বর।
-----------------------------------------------
No comments:
Post a Comment