অধিকার চাই
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
স্বাধীন স্বদেশে জন্মেছি আমি সোনার প্রাণে,
অধিকার চাই বারবার তবু পাইনা সম্মান তানে।
স্বপ্ন ভেঙে গেছে বুকে দুঃখের অশ্রুপাতে,
বৈষম্যের বেড়া জড়িয়ে গেছে জাতি হতাশাতে।
নৈরাজ্য, ছলনা, রক্তে ভরে গেছে এ দেশ,
মীরজাফর ষড়যন্ত্রে মাথা উঁচু করেছে বেশ!
স্বাধীন দেশে কেন দেখা যায় বঞ্চনার ছায়া,
শিয়রে বসে কাঁদে মুক্তি অশ্রুজল মায়া।
স্বদেশে জন্ম যেন অভিশপ্ত, পাপগ্রস্থ প্রাণ,
কোথায় তুমি হে রাজ্যপিতা, কোথায় তোর মহান?
চোর, দস্যু, ডাকাত, লুটেরা—তারাই কি সহায়,
তরুণ-তরুণী বেকার রাস্তায় ঘুরে দিন-রাত হায়।
মিল-কারখানা বন্ধ থেমে গেছে কলরব গান,
শূন্য হয়ে গেছে স্বাধীন বাংলার প্রাণভূমি ধান।
স্বাধীন স্বদেশে দেও তুমি বৈষম্যের তিক্ত স্বাদ,
ওরে মুক্তিযুদ্ধে যারা লড়েছে , সে কি অপরাধ?
জনতার টুটি ধরা যায় না ভয় সন্ত্রাস অগ্নিবান,
আমার ন্যায্য অধিকার দাও যথাযোগ্য সম্মান।
স্বাধীন স্বদেশে জন্মেছি আমি সোনার প্রাণে,
অধিকার চাই বারবার তবু পাইনা সম্মান তানে।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment