তুই সাধু থেকেও
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ১৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
মসনদের চতুর্দিকে তৈলবাজে ঘেরা দারুণ ভীড়,
কেন দিলি, ওদের হাতে তোর রাজ–নদীর নৌকা–খেইড়?
বুদ্ধি ভেসে গেল প্রলয়ে, তুই আজ হলে শূন্য–হারা,
চেয়ে দেখ, বিপদে কেহ নেই, ঝরায় না অশ্রুধারা।
পল্টি খেয়ে ভেঙে দিল ওরা, তোর সাজানো সুখের ঘর,
জাত নেই, ধর্ম নেই, স্বার্থ–পরের মত তারা হল পর।
তৈলবাজদের নেশা–পেশা, অতি বাড়াবাড়ি উতরোল,
তোর সুনামের পথে বাধা, মাতৃভূমির বুকে গোন্ডেগোল।
তোর ধ্বংসে উল্লাস করে, হাসে আজ উন্মত্ত বেশে,
যে মাঝি ছিলো নিশিদিন, সে-ই আজ ছুরি মারে হেসে।
ওরে শাসক! আযোগ্যকে করেছিস নিত্য সাথী,
ক্ষমার অযোগ্য অপরাধে দিয়েছিস মিথ্যে মুক্তি রাতি।
আজ তৈলবাজই তোর শত্রু—কি দৃশ্য ভয়াবহ হায়!
তোর বুক ভাসে অশ্রু–স্রোতে, নেই কারো উত্তর দায়।
ক্ষমতার প্রলয়ঘূর্ণি ঝড়ে তুই পথভ্রষ্ট হে শাসক!
চাটুকারের মিথ্যা শুনে হারালি শুভ উজ্জ্বল ডাক।
আবাদে লাল পালনে বেছে নিলি চাঁদাবাজ–দেশদ্রোহী,
তুই সাধু থেকেও রইলি ইতিহাসে স্বৈরাচার- বিদ্রোহী।
---------------------------------------------------
No comments:
Post a Comment