Sunday, August 31, 2025

জ্ঞানদীপ

 জ্ঞানদীপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
চক্ষু কর্ণ বুদ্ধি মন সব মত্ত করি,
প্রভুর পথে ধ্রুব দীপ আলো জ্বালি।
কোরআনের আলো হৃদয় পূর্ণ করি,
রাসূলের হাদিসে জীবন পথ চালি।

দয়া প্রেম সহনশীলতা সব বুকে,
মিথ্যা অহংকার দূরে করি চুকে।
অল্প দানেও নেক সওগাত পাই,
অন্তর অন্ধকার মুছে আলোর ঝলকাই।

সত্য ন্যায় মানুষের পথে বাঁচাই,
করুণা ভালোবাসা সব দুঃখ দূর করি।
শিক্ষা জ্ঞান মানব কল্যাণে দিই,
নৈতিকতা দীপে অন্তর আলো জ্বালি।

প্রতিটি কর্ম হোক সৎ, সত্যের গান,
মানবতার পথে হোক জীবন ধ্রুব প্রাণ।
-----------------------------------------------

No comments:

Post a Comment