Friday, August 29, 2025

অগ্নিশক্তি

 অগ্নিশক্তি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২৩-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
ওগো, আজ যারে আশ্রয় প্রশ্রয় আনন্দ উল্লাসে,
সেই কালো শক্তিই গ্রাসিবে তোমারে সর্বনাশে!
অন্ধকার লেজে লেজে ছড়ায় শত্রুর অশুভ হাসি,
জাগো হে বীরেরা, ভাঙো দেশদ্রোহীদের সব মাসি।

প্রাণের তরে ধ্বনি উঠুক, রণক্ষেত্রে হোক আগুন,
শত্রুর সব শৃঙ্খল ভেঙে ছড়িয়ে পড়ুক তপ্ত বাগুন।
রক্তের অগ্নিতে লেখা মুক্তির নতুন ইতিহাস,
চেতনাকে জাগাও, দাও শত্রুকে মহা বিপ্লবের আশ্বাস।

ধ্বংসের ছোঁয়ায় শিহরণে দুলুক সব শক্তি,
ভয়কে সরিয়ে দাও দূরে, জাগুক সত্যের মুক্তি।
তলোয়ার উঁচু করো, চিৎকারে কেঁপে উঠুক প্রহর,
মুক্তির তরে অগ্নিশপথ নাও, ছড়াও নূতন গগনমোহর।

অন্ধকার যত জড়িয়ে ধরুক তোমারে,
আলোকের তরে লড়ো, ভাঙো দানবীয় শত্রুকে বারবার।
শঙ্খ, ঢোল, তলোয়ার হাতে করো সর্বনাশী প্রহার,
মুক্তির পতাকা উড়াও, জাগুক চিরন্তন বিজয়ধ্বনি সবার।

-------------------------------------------------

No comments:

Post a Comment