Thursday, August 21, 2025

লাইনচ্যুত মুক্তির ট্রেন

লাইনচ্যুত মুক্তির ট্রেন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

আজ যেন সত্যগ্রহের বিদায়- হে দীপালি,

এক শুন্যতার সম্মুখে স্বাধীন সত্ত্বার বাঙালি!

 

নম্র ভদ্র জ্ঞানী গুনি ধূসর পাতা-ঝরা গান,

আজ যেন কেউ ডাকে না ওদের দৃঢ় সম্মান।

অতন্দ্র নয়নে দিকে দিকে অসাধুদের শতদল,

তবু ওরা রাজ্যের কান্ডারী উগ্র শক্তি বাহুবল!

 

জাহেলী যুগের মন্ত্র ভেদিয়া ঝাঁপটে ধরেছে গর্দান,

এতো অশ্রুজল! এতো ব্যাথা তবু যেন নিশ্চুপ প্রাণ!

এক শুন্যতার সম্মুখে তিমির রাত্রি বিরহ-অথির,

এই স্বাধীন আকাশে পূর্ণিমার আলো নেই শুভ্রতর।

 

সেচ্ছায় জাতির দিপালীরা গুম হয়েগেছে অশ্রু-ভাঙা,

এ শুন্যতার বুকে এখন জাহেলী প্রজন্মের চক্ষু রাঙা।

মুক্তি এল না বুঝি স্বাধীনতার বুকে আর কোন দিন,

অসাধু শক্তিরা ঘিরে ধরেছে স্বাধীন বাংলার সিংহাসন।

 

স্বদেশ আজ নেতৃত্বের শুন্যতায় পথ চলেছে উদাসী!

দেশপ্রেমিক জ্ঞানী গুনিরা সুর তুলছে না আর বাঁশী।

ঝরে গেছে চেতনার ফুলগুলি লাল-সবুজের কানন,

নেতৃত্ত্বে আজ ঢুকেগেছে দেশদ্রোহীদের অগ্রাসী বুঁনন!

 

এক শুন্যতার সম্মুখে জাতি আজ ছুটেছে আগ্নেয়গিরি,

লাইনচ্যুত মুক্তির ট্রেন!কে আসবে এগিয়ে হাল ধরি?

---------------------------------------------

 

 


No comments:

Post a Comment