লোকে বলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৮-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
লোকে বলে তুমি মানুষের ক্ষতবিক্ষত এ ধরণী,
সর্বদা করে যাও জুলুম, অত্যাচার চোখ রাঙানি।
যদি নম্র ভদ্র হতে অঝোরে ঝরতো অশ্রুজল,
সমাজের কষ্ট কতখানি বুঝতে তুমি অন্তরতল।
লোকে বলে তুমি চাঁদাবাজ, সন্ত্রাসী ঘুঁটিবাজ,
হিংস্র উগ্র পাগল ছাগল উঠে রব এই সমাজ।
বয়কট বয়কট শ্লোগান তুলেছে নির্যাতিত জন,
লোকে বলে তুমি অহংকারী, আত্মার লোভী শাসন।
লোকে বলে তুমি দাম্ভিক, রক্তচোখে দাও উঁকি,
অত্যাচারী নেতা তুমি, বিভক্তি করো সমাজে ঢুকি।
বিচারক নও, তবু বিচার করো স্বৈরশাসকের মতো,
অবিরত ভয় দেখাও গুন্ডা-পান্ডা নিয়ে চির সতত।
জনগণের রক্ত চুষে গড়ো নিজের সিংহাসন,
ফ্যাসিস্ট পথে চলো তুমি শত ছলনার আয়োজন।
লোকে বলে তুমি চাঁদাবাজ, সন্ত্রাসের ঘুঁটি,
হিংস্র -উগ্র -পাগল-ছাগল বর্ণে সর্বনাশা জুটি।
লোকে বলে তুমি দখলবাজ, পশুত্তে ভরা নোংরা প্রাণ,
অন্তরে হিংসা-প্রতিহিংসায় কালো শক্তির শয়তান।
বয়কট বয়কট শ্লোগান উঠেছে বিপুল উৎসবে ময়দান,
লোকে বলে তুমি সমাজ ধ্বংকারী, ফ্যাসিবাদী ফরমান।
--------------------------------------------
No comments:
Post a Comment