খুঁজবে তারে
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
খুঁজবে তারে বিশ্ব ঘুরে পাবে না খুঁজে আর,
থাকবে সে যে তোমার মাঝে ইতিহাস সম্ভার।
মৃত্যু তাহার মৃত্যুঞ্জয়ী চির নিন্দ্রাহীন,
আসবে ফিরে বারে বারে মায়ের জন্মদিন।
খুঁজবে তারে হন্য হয়ে তোমার অন্ধকার,
সে যে জাতির অতুল্য কুড়িয়ে পাওয়া হার!
যখন তুমি শুন্য ছিলে কালো মেঘের জল,
বজ্র ঝড়ে জেগেছিল তাহার শক্তি বাহু বল।
অসূর শক্তি যতই চাহুক নিভবে না তার জ্যোতি,
সে যে মৃত্যুঞ্জয়ী ইতিহাসে ধ্রুব তারার সাথী।
রক্ত তাহার গঙ্গা গতি সোনালী আলোর ঊষা,
আঁধার পরে দিবস হবে বিশ্ব বাসীর আশা।
দিয়েছে তারে অমরত্ব লক্ষ শহীদের প্রাণ,
কি করে মুছবে তারে লাল -সবুজের নিশান?
আসবে ফিরে মুক্তির জ্যোতি দৈন্য দশার দিন,
ইতিহাসের ফুল যে সে বাংলা মায়ের কানন।
খুঁজবে তারে কানন জুড়ে টগর -চাঁপা -জুঁই,
দেখবে তুমি ফুটছে সে যে ইতিহাস পাতায় ওই।
-----------------------------------------------
No comments:
Post a Comment