Monday, August 4, 2025

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন

 

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০৪-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

উষ্ণ নিবিড় হৃদ স্পন্দনে এক মুক্তির অন্বেষণে,

এ জাতি স্বপ্ন বুঁনেছিল রক্তক্ষয়ী বিপ্লবের গর্জনে।

 

সে স্বপ্ন এখন অধরা চাঁদাবাজদের নগ্ন থাবায়,

দখলবাজদের অগ্রাসনে বঙ্গ পুড়েছে মুক্ত সীমানায়।

স্বাধীন বুকের হৃৎস্পন্দন ক্রমশ হচ্ছে ক্লান্ত অধির,

দিকে দিকে দেশদ্রোহীরা তুলেছে প্লাবন প্রচন্ত গতির।

 

গর্বের প্রতীক লক্ষ শহীদের অর্জ্ন আজ যেন নিশ্চল,

এক হতাশা ঘিরে ধরেছে জাতিরে অঞ্চল হতে অঞ্চল।

স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন পাকড়াও করেছে নিরন্তর-

তবু নিশ্চুপ শান্তির দূত! ঠিক যেন বোবা অন্ধ বধির!

 

তারুণ্যেরা পথ হারাচ্ছে জরা জীর্ণ্ দেহে অন্ধকূপে,

মুক্তির চৈতন্যগুলো খসে পড়ছে অসুরের প্রতাপে।

দেশপ্রেমিকেরা ডুবে যেতে কাঁদে বেদনার অশ্রুজলে,

ফ্যাসিবাদ –স্বৈরতন্ত্র- ভয়তন্ত্র জন্ম নিয়েছে পলে পলে।

 

স্বাধীনতায় আজ স্বাধীনতা নেই রক্তে লেখা কবিতায়,

এখানে দ্বন্দ্ব সংঘাত হিংসা প্রতিহিংসা বিপুল উচ্ছলায়।

বিবেকগুলো বিক্রি হয়েগেছে অন্ধবিধুর জোয়ার বানে,

দেশচেতনায় অশুচি ছড়ায় মীরজাফরের বুদ্ধি শুনে।

 

বিপ্লবের বিপ্লবীর পথবিম্ভ্রম হয়েছে পুরানো সূত্র ধরে,

স্বৈরবাদ, ফ্যাসিবাদ এখনো দেখি বজ্র কণ্ঠের স্বরে।

স্বপ্নের ক্যানভাসে দুঃস্বপ্নের ধূসর গতি প্রমত্ত বেগ,

মবতন্ত্রের অগ্রাসে জাতির গগণে আজ কালো মেঘ।

 

মূল মন্ত্রে যদি ফিরে আসে কে বাঁচাবে এই মৃত্যু থেকে?

চৈতন্যবিহীন দুর্জয় এই পরিভ্রমণ হারবেই ভূ-লোকে।

ওরে,স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে মেরুদুর্গম পরিখা খনন,

যদি না জাগ লক্ষ শহীদের অর্জিত লাল সবুজের কানন।

-------------------------------------------------------

No comments:

Post a Comment