সত্যপথে জিহাদ
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
ওরে মুমিন শোন ডাক সত্যেরই জিহাদে,
আল্লাহর নাম নিয়ে দাঁড়াও ন্যায়ের সাধে।
জালিম যদি করে দমন রক্তে আঁকে শোক,
তখন তুমি রুখে দাঁড়াও দাও জীবনের লোক।
শহীদ হলে জান্নাত পাবে অনন্ত ঠিকানায়,
ফেরেশতা নেমে আসবে শান্তি দিবে প্রাণায়।
গাজী হলে সম্মান পাবে মুমিনের অন্তরে,
ইতিহাস লিখিবে তোমার জয়ধ্বনি সাগরে।
রাসূল বলেছিলেন, “জিহাদ শ্রেষ্ঠ আমল,”
নফস হতে রক্ষা করা সর্বোচ্চ বল।
অন্যায়, মিথ্যা, স্বার্থলোভ করো দূর,
সত্যপথে জিহাদ মানে আলোরই নূর।
ওরে মুমিন, ভয় কোরো না দাও প্রাণের দাম,
আল্লাহর রাহে শহীদ হলে অমর তোমার নাম।
জিহাদের ডাক শোনো জাগাও অন্তর ভর,
এই পথেই শান্তি মেলে চির জান্নাত ঘর।
------------------------------------------------
No comments:
Post a Comment