কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ০৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
স্বাধীন বাংলার জনতা আজ বৈষম্যের স্বীকার,
নগর ও গ্রামে হতাশার চিত্র নিত্য করেছে ভীড়।
নেতার নেতৃত্বে জাগেনা সত্যের কোন কারুকাজ,
হিংসা প্রতিহিংসার আবরনে নেতারা ছুটেছে আজ।
দেশপ্রেম শুন্যের কোঠায় মুনাফিকের তন্ত্রে-মন্ত্রে
দিকে দিকে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী রাষ্ট্র যন্ত্রে।
মসনদে স্বৈরতন্ত্র -ফ্যাসিবাদ কি উচ্ছল,
নেতার নেতৃত্ব বুঝেনা জনতার অশ্রুজল।
শুধু নিজ স্বার্থের জন্য জাতিকে ফেলেছে শোকে,
প্রতিবাদীও চুপসে গেছে মবতন্ত্রের শৃঙ্খল ডাকে।
জাতিও তীব্র ছুটেছে গুজব হুজুগে অন্ধ চোখে,
কে দেশদ্রোহী, কে লুটেরাজ বিবেকে নাহি রাখে।
স্বাধীন বাংলার জনতা আজ দুষ্ট চক্রের ঘূর্ণিপাকে,
ভিত্তি মূলে শত্রুরে করেছে নিমন্ত্রণ ডেকে ডেকে।
নেতার নেতৃত্ব আজ যেন অন্ধকারময় এক ঝড়,
দেশদ্রোহী -স্বৈরাচার -ফ্যাসিবাদের বজ্র স্বর।
দেশপ্রেমের বড় দৈন্যতা দেখি কান্ডরীদের প্রাণ,
রন্ধে রন্ধে দূষিত রক্ত প্রবাহের বিষ্ময়কর
স্পন্দন।
---------------------------------------------
No comments:
Post a Comment