Wednesday, September 3, 2025

এক নজরে ফকির মজনু শাহ

এক নজরে ফকির মজনু শাহ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*************************

শীতলক্ষ্যার বুকে সেতু, মজনু শাহের নাম জ্বলজ্বল,
কালচক্রের সাক্ষী হয়ে ইতিহাসে ছড়ায় দীপ্তি অমল।

১৭৭১–এ দিনাজপুরে, লেফটেন্যান্ট ফেলথামের সঙ্গে সংঘর্ষ,
পাহাড়-ঢেউয়ের অটল বাণী, থামল না সাহসের প্রবাহ অর্থবহ।

 

বগুড়ার মহাস্থানগড়ে খানকায় মিলল ধৈর্যের ছায়া,
রবিমাখা কিরণে আলোর ঝিলিক, প্রাণে আশা জ্বলে উঠল।

১৭৬১–এ উধুয়ানালার যুদ্ধ, ১৭৬৪–এ বক্সারের যুদ্ধে,
ফকির-সন্ন্যাসী মিলিল নদীর স্রোতে, স্বাধীনতার আলো ছড়ায় দূরে।

 

২৩ ডিসেম্বর ১৭৭৩–এ, চার কোম্পানীর সঙ্গে যুদ্ধে,
বৃক্ষের মতো অটল দাঁড়ি, বজ্রঝঙ্কারে জ্বলে পদধ্বনি মৃদু।

১৭৮৬–এ কালেশ্বর পথে, পাঁচশত সৈন্যের সঙ্গে সংঘর্ষ,
শীতল হাওয়ার মতো বিদীর্ণ শরীর, মাটির আঙিনায় শান্তি মিশে যাই।

 

মাখনপুর পল্লিতে অবসান, কিন্তু ইতিহাসে অম্লান কাহিনী চিরন্তন,
পাহাড়-উপত্যকা, নদী-উপকূল, গাঁথা সাহসের ধারা চিরকাল রচিত।

মৃত্যুর পর, ১৭৯২–এ, মুশা শাহ ও হান্নান শাহ লড়াই চালায় অবিরত,
মাস্কেট–রকেট হাতে, বন্যার মতো উগ্র ধ্বনি, স্বাধীনতার আলো ছড়ায় অনন্ত।

 

শীতলক্ষ্যার বুকে সেতু আজ দাঁড়ায়, কালজয়ী অধ্যায়ের সাক্ষী,
মজনু শাহের রক্ত, পিতার ধারা ও সন্তানদের সাহস, চিরকাল বয়ে যায় দীপ্তি।

 

---------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment