এক নজরে ফকির শাহাবুদ্দীন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ঘাগুটিয়ার মাটিতে ১৯২৪ সালে
জন্ম নিল সাহসের শিখা,
কাপাসিয়ার প্রতিটি ফসলের মতো জন্ম নিল ইতিহাসের দ্যুতি ধীষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে
জ্ঞানের বাতাসে সাঁতার কাটল মন,
শিখার মতো উজ্জ্বল হয়ে জ্বলল মুক্তির দীপ, অদম্য অনুপ্রেরণার প্রণয়ন।
১৯৫২ সালের ফেব্রুয়ারি, ভাষার জন্য
উঠে এলো চাঁদের আলো,
সলিমুল্লাহ হলে ১৪৪ ধারা ভঙ্গের ডাক, সাহসের ঝর্ণা স্রোতে ভাসালো।
১৯৫৫-৫৮, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে
ন্যায়ের বীজ বোনা,
হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ছায়ায়, গাজীপুরের মাটিতে লালন করা।
১৯৬২ সালে বার কাউন্সিলে নির্বাচিত,
মর্যাদার দীপ শিখা,
গবেষণার ঝর্ণাধারায় ঝরে ন্যায়ের স্রোত, ইতিহাসে স্থায়ী প্রতিচ্ছায়া।
১৭ ডিসেম্বর ১৯৭০, প্রাদেশিক নির্বাচনে
কাপাসিয়ার প্রতিভার প্রদর্শন,
নির্বাচিত প্রতিনিধি হয়ে জনমতের সোনার নদীতে পুষ্পপ্রদর্শন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অগ্নিস্রোতে,
দেশের জন্য প্রেরণা ছড়াল,
মুজিবনগর সরকারের প্রতিনিধি হয়ে বিশ্বদরবারে স্বাধীনতার দীপ জ্বালাল।
১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়নে
তিনি ছিলেন জ্যোতির্ময় সদস্য,
সংবিধানের প্রতিটি বিধিতে ঝরে ন্যায়ের জ্যোতি, দেশের কল্যাণে অমল অর্ঘ্য।
১৯৭৩ সালে নিযুক্ত প্রথম এটর্নি জেনারেল,
ন্যায়ের অমল প্রজ্বলক,
কাপাসিয়ার গর্ব, ইতিহাসের কালজয়ী নক্ষত্র, অমর সাহসিকতার দ্যুতি অনুলোক।
২৮ নভেম্বর ১৯৮৯, ঢাকায় জীবনের দীপ
নিভল,
কিন্তু কাপাসিয়ার মাটিতে, ইতিহাসে অমলিন, সাহস ও ন্যায়ের দীপ শিখা চিরন্তন জ্বলল।
---------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment