Wednesday, September 3, 2025

কাপাসিয়ার বীর বেনু

 কাপাসিয়ার বীর বেনু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
মার্চের ভোরে জেগে উঠে সূর্যের আলো,
মাঠে ওঠে স্বাধীনতার দ্যুতি ছড়ানো।
খালেদ খুররমের ঘরে মিলল তরুণ প্রাণ,
বেনুর নেতৃত্বে জ্বলে সাহসের দীপ্তিমান।

এগার জনের দল নদীর ঝর্ণার মতো,
অস্ত্রের ঝনঝনানি দেয় মুক্তির স্রোতো।
হরিমঞ্জুরীর মাঠে যুদ্ধের গর্জন বয়ে যায়,
রাজাবাড়ি ব্রিজ উড়ে, বাতাসে ভাসে স্বাধীনতার তায়।

বেনু অদম্য, ঝড়ের মতো সাহসী,
তার বীরত্ব ঝরে মাঠে, নদী, আকাশে উজ্জ্বলী।
মুক্তির লড়াই সূর্যের মতো দীপ্তি ছড়ায়,
কাপাসিয়ার ইতিহাসে চিরন্তন বল গড়ায়।

তার নামে গড়ল সাহসী মানুষের গান,
স্বাধীনতার শিখা উড়ে যায় অরণ্যের বুকে প্রাণ।
বেনু, বীর বেনু, চিরকাল বেঁচে থাকবে ইতিহাসে,
মুক্তির বাতাসে বাজে তার নামের সুরঝঙ্কারে।
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment