শাহ্ রিয়াজুল হান্নান সাহেবের
প্রতি জনতার প্রত্যাশা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৩-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
আমার সোনার বাংলা হউক, আপনার
হৃদয়ের গান,
শান্তি, প্রগতি, শিক্ষার আলো—সব মিলুক হৃদয়ে জাগ্রত!
আমার সোনার বাংলা হউক, আপনার হৃদয়ের গান,
সম্প্রীতি অটুট থাকুক, জনতার আশা হোক চির অম্লান!
শাহ্ রিয়াজুল হান্নান! মুক্তিযুদ্ধের
চেতনায় যেন চির অক্ষুন্ন,
পিতা হান্নান শাহ-এর অসমাপ্তর কাজ যেন কভূ না হয় ক্ষুন্ন।
কাপাসিয়া বাসীর! ভোটাধিকার রক্ষা করো, রাতের আঁধারে চাঁদের আলো ফিরিয়ে আনো,
শিক্ষার পথে ঘুষের আগুন পুড়িয়ে, স্বপ্নের নদী বয়ে আনো ঝরঝরে স্রোত!
চাঁদাবাজ লুটেরা নিক্ষেপ করো দূরে,
মানুষ যেন হাসে ফুলের মতো কোমল,
মেধাভিত্তিক নিয়োগ করো, অমলিন আলো যেন পথ দেখায়, সূর্যের মতো ঝলমল!
ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র রুখে, গণতন্ত্রের দীপ জ্বালাও পথে পথে
আইনশৃঙ্খলা পাহাড়ের মতো শক্ত করো, আমাদের ঘর-বাড়ি হোক অটল শিখরের মতো স্থির।
মাদক, দুর্নীতি, রাহাজানি, হানাহানি,
চাঁদাবাজি—সব বন্ধ করো একবারে,
শান্তি ফিরুক বন-ছায়ায়, রাস্তাঘাট, ব্রিজ, ড্রেনেজ—সব যেন নদীর ঢেউয়ের মতো খেলে
বেকারত্ব যেন ঘুচে যায়! প্রতিটি
ছেলে-মেয়ে পায় কর্মসংস্থানের আলো,
স্বপ্নের বাতাসে উড়ুক আশা, যেন নদী-ঝর্ণার স্রোতে মিলিত আলো।
কাপাসিয়া ডিজিটাল সিটি হোক! যুবসমাজের
স্বপ্নের মেলা,
স্টার্টআপ, প্রযুক্তি প্রশিক্ষণ—চাঁদের আলোয় পথ হোক খোলা, রাতের আকাশে নক্ষত্রের মতো
জ্বলা!
গাজীপুর-৪ হোক দুর্নীতিমুক্ত! আধুনিক, সবুজ আসন প্রিয়,
মানুষের হাসি হোক ফুলের মতো, স্বপ্নের বাতাসে ভাসুক ধ্রুব, পাখির গান বয়ে আনুক সকালের
দিগন্তে!
হাতে হাত মেলাও! গণতন্ত্র দাও , আশা
ও সেবার প্রতিশ্রুতি,
ওহে—শাহ্ রিয়াজুল হান্নান, পিতা হান্নান শাহ-এর ছায়ায় অমৃতশ্রুতি!
দূর হোক অন্ধকার! ফেরুক আলো, নদীর ঢেউয়ে খেলুক সূর্যরশ্মি,
শান্তি ও প্রগতি ফুটুক প্রতিটি পথে, প্রতিটি ধাপে, বনের কুয়াশায় রোদ ঝিলমিল করে!
মানুষের হাসি হোক ফুলের মতো! স্বপ্নের
বাতাসে ভাসুক নিত্য,
গাজীপুর-৪ হোক আলোয় ভরা, মুক্তি ও প্রগতির মঞ্চরীতি!
কাপাসিয়া বাসীর প্রতি! প্রতিশ্রুতি
করো অটল—জনতার জন্য জীবন উৎসর্গ হউক
ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, দুর্নীতি,
মাদক, রাহাজানি, হানাহানি, চাঁদাবাজি—সব দূর হোক!
এবং সম্প্রীতি অটুট থাকুক, যেন নদীর স্রোত মিলিত হয় আকাশের আলোতে!
-------------------------------------------------------------------
No comments:
Post a Comment