Thursday, September 4, 2025

নাতে রাসূল (সা.)

 নাতে রাসূল (সা.)

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
নূরের ধারা নামে প্রিয় নবীর প্রাণে—
রা–হমাতুল্লিল আলামীন, শান্তি আনেন জগতে জানে।
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামীন —
করুণার ডাক, তুমি যে আল্লাহর রহমত, নবীজি হে হাবীব হক।
সাল্লু আলাইহি— ওয়া সাল্লিমু তাসলিমা…

আসমানের তারা লুকায় তোমার নূরের তরে—
মক্কার বুকে উঠল আজান, কালেমার আলো ভরে।
কদ্ জা’আকুম মিনাল্লাহি নূরুওঁ, ওয়া কিতাবুম্ মুবীন —
হেদায়েতের রাহবর তুমি, উম্মতের জান।
সাল্লু আলাইহি— ওয়া সাল্লিমু তাসলিমা…

জাহেলিয়ার আঁধার ভেঙে ফুটল ঈমানের ফুল,
তাওহীদের বাণী শোনাও, করো হৃদয় কূল।
ইন্না আ’তাইনাকা আল-কাওসার — কাওসারের দান,
উম্মতের জন্য করো শাফা'আত, নবীজি মহান।
সাল্লু আলাইহি— ওয়া সাল্লিমু তাসলিমা…

তুমি যে আল্লাহর প্রিয়, সেরা সৃষ্টির ধন—
ওয়া ইন্নাকা লা’আলা খুলুকিন আযীম — চরিত্রে অগণন।
মদিনার বুকে তোমার পদধ্বনি আজও বাজে—
ভালোবাসি নবীজি তুমি, হৃদয়ের সাজে।
সাল্লু আলাইহি— ওয়া সাল্লিমু তাসলিমা…
------------------------------------------------

No comments:

Post a Comment