Thursday, September 4, 2025

নামাজ

 নামাজ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************

ভোরের আলো ফজরের ডাকে, জাগে হৃদয় পবিত্র,
আল্লাহর প্রেমে সেজদা দিলে, কাটে অন্ধকার শত্রু ।

আসো সবাই নামাজ পড়ি, প্রাণে জাগে নূরের ঝরনা,
সেজদার মাঝে মেলে শান্তি, মুছে যায় সব দুঃখ-করুণনা।

দুপুর বেলায় যোহরের সুরে, কর্মের মাঝে ডাকে,
শান্তির ছায়া ঢেকে যায়, মন হয় জিকিরে মাখে।

আসো সবাই নামাজ পড়ি, প্রাণে জাগে নূরের ঝরনা,
সেজদার মাঝে মেলে শান্তি, মুছে যায় সব দুঃখ-করুণনা।

বিকেলের রোদ আসরের ডাকে, ভক্তি হয়ে যায় গভীর,
হৃদয় ভরে রহমতের স্রোতে, জীবন হয় আলোক-নির্ভর।

সূর্যাস্তে মাগরিব আসে, আকাশ রঙিন আলোয়,
সেজদা দিয়ে মিলি খোদার সাথে, প্রাণ ভরে নূরের ঢলয়।

রাতের নীরব ইশার মুহূর্ত, প্রেমে জড়ায় অন্তর,
আল্লাহর কাছে কান্নার সুরে, মুছে যায় গুনাহ-অন্ধকার।

আসো সবাই নামাজ পড়ি, জান্নাত হবে আমাদের ঠিকানা,
নামাজেতে মেলে প্রেমের আলো, আল্লাহর রহমতের খাজানা।
-------------------------------------------------------

No comments:

Post a Comment