দুঃসাহসী প্রাণ –আমাদের প্রিয় দাদা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
দূর্গাপুরে তারাগঞ্জের মাটিতে জন্ম নিল এ আলো,
শিশুকালে স্বপ্ন বোনা—সূর্যের মতো দীপ্তির পালো।
বিদ্যালয়ের ধূসর প্রাচীরে জেগে ওঠে মন,
ছুটে যায় মুক্তির খুঁজে, আলো ছড়ায় সমর রণ।
মুক্তিযুদ্ধের আগুনে পুড়ে তেজী হৃদয় জ্বলে,
বাংলায় মানুষে মানুষে স্বাধীনতার দীপ্তি ঢলে।
বীরত্বে ভরা হাত, নদীর মতো অটল ও প্রবল,
দুঃসাহসী প্রাণ—আকাশের মতো মুক্তির মহল।
রাজনীতির মঞ্চে দাঁড়ালে, বজ্রপাতের মতো আওয়াজ,
সাম্যের পতাকা হাতে, চাঁদের আলোয় পথপ্রদর্শক রাজ।
উন্নয়নের পথে পা, যুবসমাজের শিক্ষা তুলে,
মাদক-সন্ত্রাসের অন্ধকারে—ঝড়ের মতো উড়ে যায় মূলে।
লোকে বলে, আমাদের প্রিয় দাদা, নেতৃত্বের আলো,
সব অন্ধকার মুছে যায়, পথ হয় আলোকিত ও মোলাও।
বিদ্রোহী চরিত্রের মহিমা, বজ্র-নিশ্বাসের মতো অটল,
খন্দকার আজিজুর রহমান পেরা, জনগণের অমোঘ বল।
মুক্তিযুদ্ধের রক্তে লেখা, সূর্যোদয়ের মতো শিরোনাম
সাহস ও নেতৃত্বে অনন্য,জাতির হৃদয়ে প্রিয় দাদার নাম।
--------------------------------------------------------
No comments:
Post a Comment