Monday, September 1, 2025

কিয়ামতের প্রভু তুমি

 


কিয়ামতের প্রভু তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভূ! হে প্রভূ! কিয়ামতের প্রভু তুমি,
সেদিনের ফয়সালা শুধু তোমারই ভূমি।

শপথ কিয়ামতের দিনের মহাশক্তি,
শপথ অনুতপ্ত প্রাণের অন্তর্দৃষ্টি।
মানুষ ভাবে— কে জোড়াবে অস্থি ভাঙা?
হে প্রভূ! তোমার হাতে সৃষ্টি সব রাঙা।

চোখ হবে ধাঁধাঁ, চাঁদও নিভে যাবে,
সূর্য-চন্দ্র মিলেমিশে আঁধারে ঢাকবে।
মানুষ বলবে— কোথায় আজ আশ্রয়?
হে প্রভূ! তোমা ছাড়া নেই কোনো প্রশ্রয়।

কারো মুখ উজ্জ্বল, দীপ্তি ঝরে আলো,
কারো মুখ বিষণ্ণ, শাস্তি পাবে কালো।
প্রাণ যখন উঠবে বুক থেকে কণ্ঠে,
মানুষ কাঁদবে— চিকিৎসা কি আছে অন্তে?

যে ফিরেছিল নামাজ হতে, মিথ্যায় ভরা প্রাণ,
অহঙ্কারে ডুবেছিল সে, করেছিল অবমান।
হে প্রভূ ! মৃত্যু এলে কে দিল আশ্রয়?
সেদিন শুধু তোমার হাতে ফয়সালা হয়।

হে প্রভূ ! হে প্রভূ ! কিয়ামতের প্রভু তুমি,
সত্যের আলোয় ভরে দাও জীবন ভূমি।
------------------------------------------------

No comments:

Post a Comment