নেশার পরিণতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
মদ্যপান ত্যাগ করো, শয়তানের ফাঁদ এড়াও,
প্রভুর বাণী মেনে চলো, জীবনের দীপ্তি নাও।
চক্ষু অন্ধকারে ডুবে যায়, বুদ্ধি নিভে ধোঁয়ায়,
মদ্য নেশা হারায় অন্তরের অমল আলো ঝোঁয়ায়।
বন্ধু দূরে চলে যায়, শত্রু আসে অন্তরে,
হৃদয়ের বীজ ক্ষয়প্রাপ্ত হয়, নেশার জালে জড়ে।
শরীর ধ্বংস হয় ধীরে, কল্যাণের পথ হয় বন্ধ,
স্বাস্থ্য নিঃস্বরে পড়ে, সতীর্থের আলো হয় অমলন্ধ।
কোরআন বলে, “নিজেকে বিনাশে ঝোঁকিও না”,
হাদিস জানায়, মদ্যপান দেয় ধ্বংসের নিশানা।
প্রভুর আলোয় পথ চলো, সততার দিশায় যাও,
নেশা পরিহার করো, মুক্তির আলো হৃদয়ে ছাও।
যার অন্তরে মুক্তির আলো, সে জয়ী চিরন্তন সত্যে,
নেশা ত্যাগ করো, অন্তরে জাগাও আলোর পথে।
আলোয় ভরা জীবন হোক, অন্ধকারে হারানো নয়,
প্রভুর দিশায় চলো, জ্ঞানের আলো হোক ধ্রুবতারা সয়।
------------------------------------------------
No comments:
Post a Comment