Monday, September 1, 2025

নৈতিক শিক্ষার দীপ্তি

 নৈতিক শিক্ষার দীপ্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
সূর্যোদয়ের মতো দীপ্তি ঝরে অন্তরে,
অন্ধকার সব হারায়, আলো ফোটে জ্বরে।
নদীর স্বচ্ছ জলে ধাপের মতো চলে,
নৈতিক শিক্ষার স্রোতও অন্তর ভরে মধুরলে।

ফুলের কোমল গন্ধ ছড়ায় চারিধারে,
ভালো চরিত্রও ছড়ায় সুখের আলো অন্তরে।
পাখির সুর ভোরে কানে মধুর বাজে,
শিক্ষার শব্দও জাগায় আশা অমল সাজে।

বনের গাছ শিকড় মজবুত গভীরে,
মনের নীতিও থাকে স্থির অচল স্থীরে।
হাওয়ার মৃদু স্পর্শ বুনে যায় গান,
নৈতিক শিক্ষার আলো জ্বলে চেতনার প্রাণ।

মেঘের আড়ালে সূর্যের সোনালি রেখা,
জীবন পথ আলোকিত করে, সত্যের দীপ্তি আঁকা।
------------------------------------------------

No comments:

Post a Comment