Tuesday, September 2, 2025

অহংকারী নেতা

 অহংকারী নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
অহংকারে মগ্ন, দৃষ্টি যে অন্ধকার,
নেতার মুখে বিষ, মুখরিত শত্রুর ভয়কার।
জাতির স্বপ্নে চূর্ণ করা শীতল প্রভা-এরা
মুক্তির আলোয় ডেকে আনে নীরব ধ্বংসাধারা।

নেতার পথে ভ্রান্তি, পথিকেরা বিপন্ন,
মানবতার কল্যাণে গড়া আশা হারায় বিন।
সমাজে জ্বলে আগুন, স্নিগ্ধ মনে শূন্য,
অহংকারী নেতার ছোবলে নষ্ট হয় অগন্য।

ভয়ঙ্কর হাসি যেন বিষধর সাপের কাম,
জনতার চিত্তে জন্মায় নিরাশার ব্যাকাম।
শোষণ আর দমন, তারই নিত্য সঙ্গী,
ধ্বংসের রাজ্যে জ্বলে তার অহংকারের জঙ্গী।

উঠো, হে বীর, ভাঙো এই দাসত্বের বাঁধা,
আলোকিত করো দেশ, দাও নবজীবনের ধারা।
সত্যের বাণী শোনো, অন্তর জ্বালো মুক্তির চেতনা,
অহংকারী নেতাকে ভেঙে দাও, চিহ্ন তার রেখো না।
------------------------------------------------

No comments:

Post a Comment