Tuesday, September 2, 2025

সন্তানের হাতে তুলে দাও

 সন্তানের হাতে তুলে দাও

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
পাখির ডানায় লেখা ভালোবাসার গল্প,
বৃক্ষের ছায়ায় খুঁজে পাই নীতির মূল।
নদীর কল-কল শুনাই শেখার সুর,
হৃদয়ে জাগে আলোর অমল ফুল।

সূর্য যখন উঠে আকাশে হেসে,
বলেছি ‘সত্য বলো, ভয় কখনো নাও মেসে।’
চাঁদের আলো শিখায় ধৈর্যের কথা,
রাতের নিঝুমে লুকায় মিথ্যার ব্যথা।

রাসূল (সাঃ) বলেন— “শিশুদের প্রতি সদয় হও,
জ্ঞান দাও, সততা শেখাও।”
মাটির গন্ধে পাই উদারতার পাঠ,
বাতাসের ছোঁয়ায় শিখি শান্তির আচরণ জাত।

প্রকৃতির এই সুরে, শিক্ষা হয়ে জ্বলে,
অন্তরে অমল দীপ্তি, হৃদয় ভরে প্রেমে।
সন্তানের হাতে তুলে দাও আলোর দীপ,
জীবনের পথে তারা হোক সত্যি নীতির পিপ।
------------------------------------------------

No comments:

Post a Comment