Tuesday, September 2, 2025

দুর্ণীতিকে চূর্ণ করো

 দুর্ণীতিকে চূর্ণ করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০২-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ওরে,দুর্ণীতির আঁধারে ডুবে আছে দেশ,
অন্তরে শিখা জ্বলে, জাগুক বিদ্রোহের বেস।
জাল ও ঘুষের অন্ধকারে ভুলে গেছে ন্যায়,
ত্রাসের বিরুদ্ধে দাঁড়া,কর’রে শোষণের জয় !

গর্জে উঠো, বুকে রাখো দেশপ্রেমের তেজ,
ভাঙো শিরশের নেশা, উঠুক ন্যায়বিচারের মেলো বাজ।
প্রতিবাদের শিহরণে কাঁপুক প্রতিটি প্রহর,
দুর্ণীতির শত্রু হোক, সমাজের মুক্তির হুঙ্কার।

জাগো হে যুবক, জাগো হে স্বাধীন জাতি,
অন্তর জ্বালো, উজ্জ্বল করো ন্যায়বিচারের বাতি।
দুর্ণীতিকে চূর্ণ করো, স্বাধীনতার পথে চলো,
নব উদয়ের আলোয় মুক্ত হোক তা বলো, তা বলো।
------------------------------------------------

No comments:

Post a Comment